গত ২৪ নভেম্বর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে বদলি হিসেবে নেমে চোট পেয়েছিলেন বার্সেলোনার মিডফিল্ডার রাফিনহা। পরদিন বার্সার ওয়েবসাইটে জানানো হয়, রাফিনহার বাঁ হাঁটুর একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে। ব্রাজিলিয়ান এই ফুটবলারের বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে চলতি মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন না রাফিনহা।
মঙ্গলবার রাহিনহার হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। এরপর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই ফুটবলারকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে।
হাঁটুর চোট এর আগেও ভুগিয়েছে রাফিনহাকে। গত বছরের এপ্রিলে মারাত্মক হাঁটুর চোটে পড়ে আট মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ