জ্বালানি তেলের ওপর বর্ধিত কর আরোপের প্রতিবাদে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ফ্রান্স। আর তারই জের ধরে প্যারিসে চলমান বিক্ষোভের কারণে লিগ ওয়ানে পিএসজির শনিবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে। শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মপেঁলিয়রের বিপক্ষে খেলার কথা ছিল পিএসজির। কিন্তু পুলিশের অনুরোধের প্রেক্ষিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে। একই দিন তলুসে লিঁওর ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
ফ্রান্সে জ্বালানি তেলের ওপর বর্ধিত কর আরোপের প্রতিবাদে ট্যাক্সিচালকদের ব্যবহৃত ‘ইয়োলো ভেস্ট’ পরে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। যা ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন সময় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সহিংস আন্দোলনের মুখে মঙ্গলবার জ্বালানির ওপর বর্ধিত কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ