অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে ভারত। স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স ত্রয়ীর সম্মিলিত আক্রমেণ মাত্র ৮৬ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে কোহলি বাহিনী।
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৫৬ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে। মধ্যাহ্নভোজের পরে আরও একটি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। ওপেনার লোকেশ রাহুল ২ রারে হ্যাজেলউডের বলে স্লিপে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন। অপর ওপেনার মুরালি বিজয় আউট হন ১১ রান করে। স্টার্কের বলে উইকেটকিপাক টিম পেইনের দস্তানায় ধরা পড়েন তিনি।
বিরাট কোহলি প্যাট কামিন্সের আউট স্যুইংয়ে ব্যাটেন কানা ছুঁইয়ে বসলে উসমান খাজার হাতে ধরা পড়ে। সাজঘরে ফেরার আগে মাত্র ৩ রান করেন ভারত অধিনায়ক।
অজিঙ্কা রাহানে হ্যাজেলউডের অফ স্ট্যাম্পের বাইরের বলে অযথা ব্যাট বাড়িয়ে স্লিপে হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন।
পরে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে লাঞ্চের আগের বাকি সময়টুকু নিরাপদে কাটিয়ে দেন চেতেশ্বর পূজারা। কিন্ত লাঞ্চ থেকে ফিরেই দ্রুত রান তুলতে থাকা রোহিত শর্মা (৩৭) আউট হন লাথাম লায়নের ঘূর্ণিতে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম