প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বুধবার রাতে স্ত্রাসবুরের বিপক্ষে ড্র করেছে। ফলে বোর্দোর মাঠে ড্রয়ের চার দিন পর ফের পয়েন্ট হারাল টমাস টুখেলের দল। প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সম্মান রক্ষা করেছে পিএসজি। ম্যাচে মাঠের বাইরে ছিলেন ইনজুরিতে থাকা নেইমার।
ম্যাচের প্রথমার্ধে অগোছালো খেলা পিএসজি ৪০তম মিনিটে স্পট কিকে গোল খেয়ে বসে। ডি-বক্সে জার্মান ডিফেন্ডার ঠিলো কিহেহার হাতে বল লাগায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফরাসি ডিফেন্ডার কেনি লালা।
পিএসজির সমতায় ফেরা গোলটিও আসে পেনাল্টি থেকে। ম্যাচের ৭১তম মিনিটে ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় তারা। আর সেই সুযোগে লিগের নিজের দশম গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। আর এই গোলের সুবাদে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
দুই ম্যাচ ড্র হলেও এখনও পিএসজি আছে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ ম্যাচে আতদের সংগ্রহ ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট।
বিডি প্রতিদিন/এনায়েত করিম