ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৩২ রানের বিশাল টার্গেট দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে করেছে বাংলাদেশ। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল (২৬) ও সৌম্য সরকার (০১)। এছাড়া ২৫ বলে ২৭ রান করে ফিরে গেছেন ইমরুল কায়েস।
বৃহস্পতিবার বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয় দুই ক্যারিবীয়ান ওপেনার শাই হোপ ও কাইরন পোলার্ড। ১৫.১ ওভারে অবিচ্ছিন্ন জুটিতে তারা তুলে ফেলেন শতরান। ৪৯ বলে ৪৩ রান করে পোলার্ড ফিরে গেলেও শাই হোপ আউট হওয়ার আগে করেন সর্বোচ্চ ৮৪ রান।
পরবর্তীতে শিরমন হিটমিয়ার, রোস্টন চেজ ও শেষ দিকে ফ্যাবিয়েন অ্যালেনের ৩২ বলে ৪৮ রানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ৫০ওভারে ৩৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া চেজ ৬৫, পোলার্ড ৪৩ ও হিটমিয়ার ৩৩ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মেহেদি হাসান রান দুটি করে উইকেট নেন। এছাড়া মাশরাফি ও শামীম পাটোয়ারি একটি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব