এডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মা যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন তিনটি ছয় আর দুটো বাউন্ডারি হাঁকানোর পর একটা দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা।
এডিলেডের প্রথম একাদশে রোহিতকে রাখা হয়েছে। ভাল শুরু করেও ভুল শট নির্বাচনের জন্য ৬১ বলে ৩৭ রান করে আউট হতে হয় তাকে। নাথান লায়নের বলে রোহিত ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে সুইপ করেছিলেন। কিন্তু মার্কাস হ্যারিস ক্যাচটা ধরে নেন। ভারতের রান তখন ৮৬/৫। ভারত ওইসময় চাপে ছিল। তাই ওরকম শট খেলার কোনও প্রয়োজনই ছিল না।
এরপরই সোশ্যাল মিডিয়ায় রোহিতের সমালোচনা শুরু হয়ে যায়। একজন বলেন, ‘ভাল খেলছিল। গুরুত্বপূর্ণ সময়ে এরকম শট না খেললেই ভাল করত।’ হর্ষ ভোগলে বলেছেন, ‘২২ গজে বেশ স্বাচ্ছন্দ্যে ছিল। কয়েকটা ভাল শট খেললে। তোমাকে শুধু অনুরোধ, একই শট বারবার খেলো না। অন্তত টেস্টে।’
সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার বলেন, ‘রোহিত ক্যারিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছে। তাতে ওর কাছে সব টেস্টই গুরুত্বপূর্ণ। সুযোগ কাজে লাগাতে হবে। ভুল শট নির্বাচন করলে হবে না।’ একজন ভক্ততো বলেই দিলেন, ‘রোহিতকে মাথায় রাখতে হবে এটা টেস্ট।’ আর এক ভক্ত বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে এভাবে আউটের কোনও ক্ষমা নেই।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত