সিরিজ জয়ের লক্ষ্যে নামা ভারতীয় দলের শুরুটা যেমন হল তাতে চিন্তার ভাজ পড়বে দেশটির টিম ম্যানেজমেন্টের কপালে। পরপর উইকেট হারিয়ে শুরু থেকেই ধুঁকছিল ভারত। পূজারা শতরান না করলে ভারত খুব অল্প রানে অলআউট হত। তবে এদিন বিরাট কোহলি যেভাবে আউট হলেন তা তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
মাত্র ৩ রান করে আউট হন ভারত অধিনায়ক। দুর্দান্ত ক্যাচ ধরে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান উসমান খাওয়াজা। প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। লক্ষ্য ছিল অতীতের ভুল শুধরে নেওয়ার। তা আর হল কোথায়? দুই ওপেনার লোকেশ রাহুল আর মুরলী বিজয় ফিরে যাওয়ার পর চেতেশ্বর পূজারার সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
প্যাট কামিন্সের একটা ফুল লেংথ বল বিরাটের ব্যাটে লেগে গালিতে দাঁড়িয়ে থাকা উসমান খাওয়াজার বাঁ দিকে ছিটকে যায়। তিনি প্রায় উড়ে গিয়ে সেই বল এক হাতে ধরে ফেলেন। ওই ক্যাচটা যে কেউ ধরতে পারে তা ভাবতেই পারেননি বিরাট। মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। এরপর পূজারা রুখে দাঁড়ান। না হলে ২০০ রানের গন্ডিও টপকাতে পারত না ভারত।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত