২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ড এন্ড ওয়েলসে। আর সেখানে শিরোপা জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া ডোয়াইন ব্রাভো।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেয়া এক সাক্ষাতকারে ওয়েস্ট ইন্ডিজ দলের জুনিয়র-সিনিয়র সমন্বয় নিয়ে ব্রাভো বলেছেন, ‘এখনকার এই দলটা খুবই তরুণ। ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসরা সিনিয়র। যদিও দল এখনো ঠিক হয়নি। তবে আমি মনে করি, তারা(গেইল-স্যামুয়েলস) দলে থাকবেন। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার তো থাকবেনই।’
তারকা এই ক্রিকেটার আরও বলেন, ‘দলে অনেক তরুণ ক্রিকেটার আছেন। বিশেষ করে শাই হোপ এবং সিমরন হেটমায়ারের মতো, যারা খুব দ্রুতই শিখছেন ও তরতর করে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের মতো সিনিয়র। ওয়েস্ট ইন্ডিজ তাদের শোকেসে তৃতীয় বিশ্বকাপ ট্রফিটা যোগ করার আশা করতে পারে।’
সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম বড় পোস্টার বয়ের আরও সংযোজন, ‘শাই হোপ এবং সিমরন হেটমায়ারের মতো তরুণরা খুবই মেধাবী। অল্প সময়ের ব্যবধানেই তারা দেখিয়েছেন ক্রিকেটা ভালোই খেলতে জানেন। এখন শুধু এই প্রতিভার ঠিকঠাক যত্ন নেয়ার ব্যাপার। তাদের একটা সুযোগ আছে। বিশ্বকাপে অবশ্য সবাই সুযোগ পাবে। এমনকি আফগানিস্তানও।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ