বছরের শেষ ওয়ানডে সিরিজ খেলতে রবিবার মাঠে নামছেন মাশরাফিরা। প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করতে চান টাইগার ওয়ানডে অধিনায়ক।
টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। চট্টগ্রামে ৬৪ রানের পর ঢাকায় জিতেছে ইনিংস ও ১৮৪ রানে। টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ম্যাচটি কঠিন হবে জানিয়ে মাশরাফি বলেন, 'ছোট সংস্করণের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচ কঠিন হবে।'
টাইগার অধিনায়ক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লিগের নৌকা প্রতীকে নড়াইল থেকে নির্বাচন করবেন। ওয়ানডে সিরিজ শেষ করেই তিনি নেমে পড়বেন প্রচারণায়।
২০১৯ সালের বিশ্বকাপ শেষ করে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন মাশরাফি। সে হিসেবে ঘরের মাঠে এটাই সম্ভবত শেষ ওয়ানডে সিরিজ টাইগার অধিনায়কের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম