ট্রেভিস হেড আউট হতেই আর এগোতে পারেনি অস্ট্রেলিয়ার ইনিংস। হেডকে ফেরানোর ঠিক পরের ডেলিভারিতেই হ্যাজেলউডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মোহম্মদ শামি। যার ফলে ২৩৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামার আগেই তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। সুতরাং ১৫ রানে এগিয়ে থেকেই মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।
অ্যাডিলেডে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট খুঁইয়ে বসে টিম পেইনের দল। তৃতীয়দিন অজি শিবিরকে প্রথম ধাক্কাটা দেন জসপ্রীত বুমরাহ। দলীয় ২০৪ রানের মাথায় তার ডেলিভারিতে উইকেটের পিছনে পন্থকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল স্টার্ক। ১৫ রানে স্টার্ক ফিরে যাওয়ার পর অ্যাডিলেডে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটায় তৃতীয় দিনের খেলায়। ন্যাথান লায়নকে সঙ্গী করে এরপর অজি ইনিংসকে ভারতের প্রথম ইনিংসের রানের খুব কাছে নিয়ে যান ট্রেভিস হেড।
কিন্তু ব্যক্তিগত ৭২ রানের মাথায় মোহম্মদ শামির বলে ঠকে যান ব্যাট হাতে অজিদের প্রথম ইনিংসের নায়ক। উইকেটের পিছনে হেডকে দস্তানাবন্দী করেন সেই ঋষভ পন্থ। নয় নম্বরে ব্যাট করতে নেমে মূল্যবান ২৪ রান আসে অফ স্পিনার ন্যাথান লায়নের ব্যাট থেকে। হেডের সঙ্গে নবম উইকেটে তার ৩১ রানের পার্টনারশিপ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার আশা সঞ্চার করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতোমধ্যেই ভারতের টপ অর্ডারের তিন তারকা সাজঘরে ফিরে ফিরে গেছেন। তবে পূজারা ঢাল হয়ে লড়াই চালাচ্ছেন। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়ার থেকে ভারত এখনই এগিয়ে রয়েছে ১৬৬ রানে।
প্রথম ইনিংসে একসময় ১২৭ রানের মধ্যে টিম ইন্ডিয়ার ৬ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়া৷ সেখান থেকে ভারত প্রথম ইনিংসে ২৫০ রানে পৌঁছায় কেবল মাত্র চেতেশ্বর পূজারার দুরন্ত প্রতিরোধের সুবাদেই। চেতেশ্বর ১২৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় বোলারদের হাতে পাল্টা লড়াইয়ের রসদ তুলে দেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভরতের হয়ে লড়াইয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সেই পূজারাই৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় দফাতেও অজি বোলারদের পথের কাঁটা হয়ে আছেন চেতেশ্বর পূজারাই৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত