পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ফিল্ডিং কোচ হিসেবেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
শ্রীলঙ্কার ফিল্ডিংয়ে শক্তি বাড়াতে বেশ কিছুদিন ধরেই অভিজ্ঞ কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছিল বোর্ডে। যেখানে দলের ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বেশ হতাশ প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।
রিক্সন সর্বশেষ পাকিস্তান দলের সঙ্গে কাজ করে দলটির ফিল্ডিং শক্তি অনেক কার্যকর করেছেন। এছাড়া তিনি ২০১১ থেকে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের একটি অংশ হয়ে ওঠার আগে আর্থারের সাথে কাজ করেছিলেন। অস্ট্রেলিয়ার সঙ্গে তার কার্যকালের সময় তিনি বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এসময় তিনি স্পিন-বোলিং কোচ এবং সহকারী কোচসহ বিভিন্ন পদে কাজ করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম