বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে রবিবার। শক্তিশালী ক্যারিবীয়দের বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করতে চান টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। চট্টগ্রামে ৬৪ রানের পর ঢাকায় জিতেছে ইনিংস ও ১৮৪ রানে। টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ম্যাচটি কঠিন হবে জানিয়ে মাশরাফি বলেন, 'ছোট সংস্করণের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচ কঠিন হবে।'
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর আগে ওয়ানডে ফরম্যাটে ৩১ বার মুখোমুখি হয়েছে। সেক্ষেত্রে জয়ের পাল্লা ভারী ওয়েস্ট ইন্ডিজের। ৩১ ম্যাচের মধ্যে মাত্র ৯টিতে জয় পায় বাংলাদেশ। ২০টিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
দেশের মাটিতেও জয়ের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। নিজ দেশে ১৪ বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। তবে মাত্র ৪টি ম্যাচ জিততে পারে টাইগাররা। ৯টি ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
এখন পর্যন্ত আটটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে পাঁচটি জিতেছে ক্যারিবীয়রা। তিনটিতে জয় বাংলাদেশের। দু’টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, একটি দেশের মাটিতে সিরিজ জিতে টাইগাররা। দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১২ সালে। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম