এডিলেড টেস্টের দ্বিতীয় দিন কপিল দেব ও জহির খানের রেকর্ড ছুঁয়ে ফেললেন ইশান্ত শর্মা। অ্যারন ফিঞ্চ ও টিম পেইনের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতের দীর্ঘদেহী পেসার। সেই সঙ্গে তিনি ছুঁলেন কপিল দেব ও জহির খানকে। ভারতের এই দুই সাবেকও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দলে উমেশ যাদবকে নেওয়ার পক্ষে মুখ খুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার জহির খান। কিন্তু ইশান্তের উপরই আস্থা রেখেছিলেন বিরাট কোহলি। সে বিশ্বাসের মর্যাদা শুরুতেই রেখেছেন ইশান্ত। অজি ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে অনন্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন।
তৃতীয় ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ টি উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। মজার বিষয় হল যে, জহির খান ইশান্তকে দলে না রাখা নিয়ে সুর চড়িয়েছিলেন, তার রেকর্ডই ছুঁয়ে ফেললেন ভারতীয় পেসার। ২০০৮-০৯ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স ছিল ইশান্তের। এতগুলো বছর পেরিয়ে এসেও নিজের ছন্দ ধরে রেখেছেন তিনি। বিদেশের মাটিতে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত