লিওনেল মেসি গত রবিবার লা লিগার ম্যাচে উরুতে হালকা ব্যথা অনুভব করেছিলেন। মেসির এই হালকা ব্যথাটাই বড্ড ভারি হয়ে দেখা দিয়েছিল বার্সেলোনা শিবিরে। সোমবার লিওনেল মেসি বার্সেলোনার অনুশীলনে অনুপস্থিত থাকার পর আরও বেড়ে যায় শঙ্কা। আর সেই শঙ্কা সত্যি হলো। চলতি বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে খেলতে পারলেন না মেসি।
সারা ফুটবলবিশ্ব দু’টো ‘ক্লাসিকো’র জন্য দিন গুণতে থাকে। ‘সুপার ক্লাসিকো’ (ব্রাজিল বনাম আর্জেন্টিনা) ও ‘এল ক্লাসিকো’ (রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা)। ফুটবল প্রেমীদের জন্য বিশেষ এক রাত ছিল বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতটা । কেননা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ফুটবল ম্যাচ মানেই যেনো এক বাড়তি উত্তেজনা। তাই বছরের প্রথম এল ক্লাসিকোটা দর্শকদের নিরাশ করেনি। হয়েছে সমানে সমান লড়াই। স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ক্রস ধরে ছোট ডি-বক্সে বল বাড়ান করিম বেনজেমা। আর প্রথম ছোঁয়ায় নিখুঁত শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ভাসকেস। যার ফলে বার্সেলোনার বিপক্ষে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালের খেলায় গতির অভাব ছিল স্পষ্ট। সেই সুযোগে চাপ বাড়ানো বার্সেলোনা ৫৭তম মিনিটে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পায়। রক্ষণ ভেঙে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া জর্দি আলবাকে ঠেকাতে ছুটে আসেন নাভাস। আলগা বল পেয়ে জোরালো শট নেন সুয়ারেজ। বল পোস্টে লেগে চলে যায় ডান দিকে অরক্ষিত মালকমের পায়ে। বাঁ পায়ের উঁচু শটে কাছের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্বে মাঠে নামবে রিয়াল। আর গত চারবারসহ সর্বোচ্চ ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা নামবে টানা পঞ্চমবার ফাইনালে ওঠার হাতছানিতে
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর