আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না সাকিব আল হাসান। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। তার আগে ১০ ফেব্রুয়ারি আছে একটি প্রস্তুতি ম্যাচ।
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিংয়ের সময় আবারও আঙুলে চোট পান। একাদশ ওভারের পঞ্চম বলে থিসারা পেরেরার একটি শর্ট বল লাগে বাঁহাতের অনামিকায়।
ম্যাচ শেষে স্ক্যানে ধরা পড়ে চিড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, মাসখানেকের মধ্যে আর মাঠে ফেরা হচ্ছে না সাকিবের।
এদিকে, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের অনুপস্থিতি চিন্তার কারণ।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত