এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ভারত। দারুণ ছন্দে আঠে টিম ইন্ডিয়া। তবে ব্যাট হাতে সরব থাকলেও তাদের স্পিন খেলা হচ্ছে খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে। আর এই বিষয় নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলতে সক্ষম হয় ভারত। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের রক্ষণাত্মক ভূমিকা খটকা জাগিয়েছে ভারতের সাবেক এই মারকুটে ওপেনারের মনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেবাগ লেখেন, আফগানিস্তানের রশিদ খান প্রথম ৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন। শেষ চার ওভারে মাত্র ১৩ রান দেন। ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন প্রথম ৫ ওভারে ৩৪ রান দেন, আর শেষের পাঁচ ওভারে দেন ১৮ রান। স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা এত বেশি রক্ষণাত্মক হতে পারে না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ