বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল বসুন্ধরা কিংস।
শনিবার বিকেল ৪ টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
খেলার ১২ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ৩৩ মিনিটে সমতায় ফেরায় বসুন্ধরার নাছির উদ্দিন চৌধুরী। প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে ব্যবধান বাড়ান সেই নাছিরই। এতে ২-১ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। ৬৮ মিনিটে মুক্তিযোদ্ধার তিন খেলোয়ারকে কাটিয়ে বসুন্ধরার বিদেশী মিডফিল্ডার মার্কোস কোস্টা টুর্নামেন্টে নিজের দশম গোল করেন। এতে খেলায় ৩-১ গোলেল ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। আর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে বসুন্ধরার বদলী খেলোয়ার আলমগীর কবির রানা। এতে দল এগিয়ে থাকে ৪-১ গোলে।
টুর্নামেন্টে ১৬ ম্যাচে বসুন্ধরা কিংস ১৫ টি জয় ও একটিতে ড্র করে পয়েন্ট টেবিলে সবার উপরে আর ১৭ ম্যাচে চার জয় ও পাঁচ ড্রয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র রইল আট নম্বরে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন