ভারতীয় ক্রিকেটে ফের নতুন দায়িত্ব পাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। অবসরের পর কোচিংয়ে মন দিয়েছেন দ্য ওয়াল। সেখানেও তিনি একইরকম সফল। মুখ বন্ধ রেখে কীভাবে সাফল্যের সঙ্গে কাজ করতে হয়, তা যেন তিনিই শিখিয়ে দিচ্ছেন। তারই ফল হিসেবে দ্রাবিড়কে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) দায়িত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে, এনসিএ-র সঙ্গে দ্রাবিড়ের দু’বছরের চুক্তি হয়েছে। এই সময়ের মধ্যে তিনি এনসিএ-র ক্রিকেটীয় বিষয়ের দায়িত্বে থাকবেন। তার কাজের মধ্যে থাকবে নতুন ক্রিকেটারদের গড়ে তোলা। পাশাপাশি নারী ক্রিকেটারদের উপর নজর রাখা, এনসিএ ও আঞ্চলিক ক্রিকেট একাডেমির কোচদেরও নিয়োগ করবেন তিনি। এছাড়া, আহত ক্রিকেটারদের জন্য এনসিএ-র রিহ্যাব প্রোগ্রামেরও শীর্ষে থাকবেন দ্রাবিড়।
এদিকে, নতুন এই দায়িত্ব পাওয়ায় বর্তমানের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব ছাড়তে হবে দ্রাবিড়কে। ফলে সাবেক ভারতীয় পেসার পরস মামরে এবং অভয় শর্মা অনূর্ধ্ব-১৯ দলের সাপোর্ট স্টাফের দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৯ জুন) কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) বৈঠক শেষে বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে রাহুল দ্রাবিড় সফর করতে পারবেন। তবে পুরো সফরে তিনি থাকতে পারবেন না। কারণ তাকে আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাই জাতীয় ক্রিকেট একাডেমিতে বেশি সময় দিতে হবে তাকে। মামরে এবং শর্মাই ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে থাকবেন। আমরা কোচিং স্টাফ আরও শক্তিশালী করার কথা ভাবছি।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম