চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স চরম হতাশার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
একই সঙ্গে ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাসের টেস্ট সামর্থ্য প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পরাজয়ের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। পঞ্চম দিনে জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২৬২ রান, হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। টেস্টে নবাগত আফগানিস্তানের বিপক্ষে অভিজ্ঞ বাংলাদেশের এমন শোচনীয় পারফরম্যান্সের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিসিবি প্রধান।
বিডি-প্রতিদিন/মাহবুব