১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৪৭

ক্ষমা চেয়ে এ যাত্রায় বেঁচে গেলেন কার্তিক

অনলাইন ডেস্ক

ক্ষমা চেয়ে এ যাত্রায় বেঁচে গেলেন কার্তিক

নিয়ম ভাঙা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনায় আপাতত আর বিষয়টি নিয়ে আগাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। 

এর আগে, ক্রিনবাগো নাইট রাইরার্সের জার্সি গায়ে তাদেরই সাজঘরে বসে ক্যারিবিয়ান ক্রিকেট লিগের ম্যাচ দেখেছিলেন দীনেশ কার্তিক। এ কারণে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে শোকজ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন কার্তিক। এরপর আর বিষয়টি নিয়ে না এগিয়ে ক্লোজ চ্যাপ্টার করে দিল বিসিসিআই। 

ভারতীয় গণমাধ্যমের খবর, বোর্ডের চুক্তি অনুয়ায়ী থাকাকালীন বিসিসিআই-এর অনুমতি ছাড়া অন্য কোনও দেশের প্রাইভেট লিগে খেলতে পারেন না, এমনকি কোনও দলের ড্রেসিং রুমেও যেতে পারেন না। আর এই নিয়ম ভাঙায় দিনেশ কার্তিককে শোকজ করা হয়েছিল। যদিও এ যাত্রায় কোনো ধরনের শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছেন তিনি।

বিডি-প্রতিদিন/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর