এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জাপানের বিপক্ষে উড়ে গেল বাংলাদেশ দল। থাইল্যান্ডের চোনবুরিতে বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯-০ গোলে হারে গোলাম রব্বানী ছোটনরা।
প্রথমার্ধে পাঁচ গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও পারেনি বাঁধ দিতে। পরে আরও চার গোল খেয়ে মেয়েদের শেষে ৯ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ নিয়ে টানা দুই ম্যাচ হারল তারা। আগের ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিলেন মনিকা-আঁখিরা।
এ প্রতিযোগিতায় এ নিয়ে জাপানের কাছে টানা দ্বিতীয়বার হারল বাংলাদেশ। গতবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলটি জাপানের কাছে হেরেছিল ৩-০ গোলে।
এবারের মতো গতবারও ৯ গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মেয়েদের। গতবার উত্তর কোরিয়ার কাছে গ্রুপ পর্বে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত