বাইশ গজ আর টেনিস কোর্ট মিলতে চলেছে খুব শীঘ্রই। ভারত আবারও সাক্ষী হতে চলেছে একটি গ্র্যান্ড ওয়েডিং-এর। ভাবছেন কাদের কথা বলা হচ্ছে? সাবেক ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গেই বিয়ে হতে চলেছে সানিয়া মির্জার বোন আনম মির্জার, আজহারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এমনটাই। খুব জলদি এক হবে চার হাত।
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল ডেট করছেন তারা। কিন্তু প্রকাশ্যে কেউই কোনও দিন স্বীকার করেননি কিছু। কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন আনম। ছবিতে দেখা গিয়েছিল, কালো-সাদা ড্রেসে লজ্জা রাঙা মুখ করে বসে আছেন তিনি। পেছনে লেখা রয়েছে, ‘ব্রাইড টু বি’। সেই সময়েই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছিল তবে কি বিয়ের সানাই বাজল মির্জা পরিবারে? শুধু মির্জা পরিবারেই বা কেন? সানাই কি বাজল তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাড়িতেও, গুঞ্জন চলছিলই। হাজারো প্রশ্ন ভিড় করেছিল সাধারণের মনে।
অবশেষে সমস্ত জল্পনার ইতি। ভারতবাসী আবারও সাক্ষী হতে চলছে আরও এক বিয়ে অনুষ্ঠানের। উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে আকবর রশিদকে বিয়ে করেন আনম। কিন্তু তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। বছর দুই পরেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর আনম মির্জা আসাদউদ্দিনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে খবর প্রকাশিত হয়। সেই সূত্র ধরে সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন সানিয়া মির্জা-আজহারউদ্দিন পরিবার! সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক