১৮ অক্টোবর, ২০১৯ ০৫:৫৬

হতাশায় হাতে আঘাত, সিরিজ থেকেই ছিটকে গেলেন মার্করাম

অনলাইন ডেস্ক

হতাশায় হাতে আঘাত, সিরিজ থেকেই ছিটকে গেলেন মার্করাম

ভারতের মাটিতে এখন বিপন্ন দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছেন বিরাট কোহলিরা। পাশাপাশি তৃতীয় টেস্টের বল গড়ানোর আগে প্রোটিয়া শিবির আরও সমস্যায়। ডান হাতের কব্জিতে চিড় ধরায় তৃতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন ওপেনার এইডেন মার্করাম। বৃহস্পতিবার সকালেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাকে।

চোটের জন্য অবশ্য মার্করাম নিজেই দায়ী। পুণে টেস্টে দুই ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাকে এলবিডব্লিউ দেওয়া হয়। নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা অন্য ব্যাটসম্যান ডিন এলগারের সঙ্গে কথা বলেই রিভিউ নেননি মার্করাম। রিপ্লেতে অবশ্য দেখা গেছে, লেগ স্টাম্পে বল আঘাত করত না। রান করতে ব্যর্থ মার্করাম হতাশায় ডান হাত দিয়ে কোন কঠিন জিনিসে আঘাত করে চোট পান।

মার্করামের ডান কব্জিতে সিটি স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে জানা যায় চিড় ধরেছে তার ডান হাতের কব্জিতে। ২৫ বছর বয়সি ডান হাতি ব্যাটসম্যানের জন্য আরও সমস্যায় পড়ে গেল দেশ। এর জন্য দুঃখিত তিনি। 

মার্করাম বলেন, “এভাবে দেশে ফিরে যাওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি যা করেছি, তা ঠিক করিনি। এর দায় আমারই।” 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর