২১ অক্টোবর, ২০১৯ ১১:৪৯

১০ বলে ৫ ছক্কা, ২ রের্ক্ড বোলার উমেশের

অনলাইন ডেস্ক

১০ বলে ৫ ছক্কা, ২ রের্ক্ড বোলার উমেশের

খাতা কলমে তার পরিচয় বোলার। তৃতীয় টেস্টে দলে নেওয়া হয় সেই দক্ষতার কথা মাথায় রেখেই। কিন্তু দ্বিতীয় দিন উমেশ যাদব যা করলেন, তাতে হিংসায় পুড়ে যেতে পারেন ব্যাটসম্যানরাও।

পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জর্জ লিন্ডের ওভার টার্গেট করে দুই ওভারে মোট পাঁচটি ছয় হাঁকান। শেষ পর্যন্ত উইকেটরক্ষকের হাতে ধরা পড়ার আগে ১০ বলে ৩১ রান করে যান। টেস্ট ইতিহাসে এত কম বলে আগে কোনও ক্রিকেটার ৩০ কিংবা তার বেশি রান করতে পারেননি।

উমেশ এদিন স্টিফেন ফ্লেমিংয়ের রেকর্ড ভাঙেন। ২০০৪ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১১ বলে তিনি করেছিলেন ৩১*।

স্ট্রাইকরেটের বিচারে আরেকটি রেকর্ড গড়েছেন উমেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ কিংবা তার বেশি বলে ভারতীয় এই ক্রিকেটারের আগে কেউ ৩১০ স্ট্রাইকরেট তুলতে পারেননি।

ভারত এদিন ৯ উইকেটে ৪৯৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি তুলে নেন। তার পাশাপাশি অজিঙ্কা রাহানে ১১৫ রানের ইনিংস খেলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর