বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি আসছেন আজ (শুক্রবার)। ভারত সফরকে সামনে রেখে আজ থেকেই তিনি তার শিষ্যদের প্রস্তুত করবেন।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আসন্ন ভারত সফরের জন্য আজ (শুক্রবার) থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী কোচিং স্টাফের সকলেই সকালের মধ্যে এখানে চলে আসবে। বেলা ৩টা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে।’
বিডি প্রতিদিন/কালাম