১৫ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৩

বক্সিং ডে টেস্ট থেকে হ্যাজেলউডের নাম প্রত্যাহার

অনলাইন ডেস্ক

বক্সিং ডে টেস্ট থেকে হ্যাজেলউডের নাম প্রত্যাহার

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন বক্সিং ডে টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড। অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে পার্থ-এ চলমান দিবা-রাত্রির টেস্টে ইনজুরিতে পড়া হ্যাজেলউড শেষ পর্যন্ত গোলাপি বলের টেস্ট থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

পার্থ স্টেডিয়ামে চলমান টেস্টে দ্বিতীয় দিনের রাত্রিকালীন সেশনে তিনি মাত্র আটটি বল করার পরই ইনজুরিতে পড়েন। পরবর্তীতে স্ক্যান করে তার হ্যামস্ট্রিংয়ে ‘লো গ্রেড’ ইনজুরি ধরা পড়ে।

পার্থ-এ ল্যাঙ্গার সাংবাদিকদের জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর শুরু হওয়া দ্বিতীয় টেস্টে হ্যাজেলউডের বদলির বিষয়ে নির্বাচকরা পরে সিদ্ধান্ত নেবেন।

বর্তমান টেস্ট দলে রিজার্ভ হিসেবে আছেন দুই পেসার জেমস প্যাটিনসন ও মাইকেল নেসের।

সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর