মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম নাকি তামিম ইকবাল- কে হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) নতুন অধিনায়ক? মাশরাফি বিন মর্তুজা অবসর নেওয়ার পর এটাই ‘টক অব দ্য ক্রিকেট’!
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উঠে যাবে নভেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও টার্গেট ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত সাকিবকেই দায়িত্ব দিতে। তার আগে সামনের কয়েক মাসের জন্য একজন অধিনায়ক চাই। আজ রবিবার ক্রিকেট বোর্ডের সভা আছে। এই সভাতেই সিদ্ধান্ত হতে পারে নতুন অধিনায়ক কে হবেন?
এদিকে, আগামীকাল সোমবার (৯মার্চ) থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে ২ ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচের আগে আজ রবিবার সংবাদ সম্মেলনে হাজির হলেন বর্তমান বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-২০ সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করে মাহমুদউল্লাহ বলেন, জিম্বাবুয়ে দুর্বল দল নয়। আমরা ভালো ক্রিকেট খেলেছি। আর যে রকমের খেলা খেলছি, এরকম খেলতে পারলে আশা করি সাফল্য পাবো।
চলতি বছরেই টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বিশ্বকাপের আগে দলটি গুছিয়ে নেওয়ার সুযোগ থাকছে। বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডারে প্রতিটি ব্যাটসম্যান যেখানে ব্যাটিং করবেন, তাকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সদ্য অবসর নেওয়া বাংলাদেশের সফলতম এই অধিনায়ক সম্পর্কে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, অধিনায়কের মূল দায়িত্ব ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস তৈরি করা। মাশরাফি ভাই দলকে যেভাবে দল পরিচালনা করেছেন সেটা অসাধারন। মাশরাফি ভাইয়ের সবচেয়ে বড়গুন ছিল, তিনি মাথা ঠান্ডা করে লড়াই করতেন, দলের সবাইকে উদ্বুদ্ধ করতেন। মাশরাফি ভাইয়ের পরবর্তী অধিনায়ক যেই হন তার জন্য চ্যালেঞ্জিং হবে। অধিনায়ক যে হবেন, তার জন্য শুভকামনা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ