নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলে ফেরার ব্যাপারে আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল। দু’দলের তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ মার্চ।
গত ফেব্রুয়ারির মাঝখানে কনুইয়ের চোটে অস্ত্রোপাচার করতে হয় ম্যাক্সিকে। সে সময় আশা করা হয়েছিল, সুস্থ হতে তার অন্তত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তবে খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠছেন অজি অলারাউন্ডার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এবং কিউই সফরে ফেরার ব্যাপারে অস্ট্রেলিয়ার এক ক্রীড়া ওয়েবসাইটে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি এখনও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আশাবাদী এবং তা যদি হয় তবে আগামী আইপিএল ও আগামী বিশ্বকাপ নিয়েও আশা রাখি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ