এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে দারুণ এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে হ্যাটট্রিক গোল করেছেন হার্নান বার্কোস। এছাড়া অন্য গোলটি করেন দানিয়াল কলিন্দ্রেস।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও টিসি স্পোর্টস। এ ম্যাচ দিয়েই আবার এএফসি কাপে অভিষেক হয় বসুন্ধরা কিংসের।
ম্যাচের ১৮ ও ২৬ মিনিটে বার্কোস নিজের জোড়া গোল পূর্ণ করেন। মাঝে ২১ মিনিটে টিসি স্পোর্টসের হয়ে ২১তম মিনিটে ইসমাইল ঈসা একটি গোল শোধ দেন। প্রথমার্ধ শেষে এই আর্জেন্টাইনের জোড়া গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বসুন্ধরা কিংস। আর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিকর পূরণ করে দলকে বড় জয়ের দিকে নিয়ে যান বার্কোস। তবে বসুন্ধরার কিংস অধিনায়ক ও কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা দানিয়াল কলিন্দ্রেসের ৭৬তম মিনিটের গোল টিসি স্পোর্টসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়।
এর আগে দেশের ফুটবলে একের পর এক চমক দেখানো বসুন্ধরা কিংস লিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসকে দলে ভেড়ায়। আর্জেন্টিনা জাতীয় দলে ২০১৩ সালে স্ট্রাইকার হার্নান বার্কোস ও মেসি একই সঙ্গে খেলেছিলেন। আলবিসেলেস্তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বার্কোস।
বিডি প্রতিদিন/আরাফাত