দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রান চাপে জিম্বাবুয়ে। স্বাগতিক বাংলাদেশের কাছে এই ম্যাচে হেরে গেলেই টানা তিনটি সিরিজে হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০১ রান করেছে জিম্বাবুয়ে। টেলর ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন। টাইগারদের পক্ষে আল আমিন হোসেন দুই উইকেট নিয়েছেন।
বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে।
উল্লেখ্য, এবারের বাংলাদেশ সফরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পাত্তা পায়নি সফরকারীরা।
আর এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ৪৮ রানের বড় ব্যবধানে হেরেছে শন উইলিয়ামসের দল। তাই আজকের ম্যাচটি জিতে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফেরার ইচ্ছে জিম্বাবুয়ের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন