হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে পাঁচ সহ-সভাপতি আলোচনায় বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, সাত মাসের বেশি সময় ধরে হকি ফেডারেশনে আসেন না নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। ফেডারেশনের নির্বাহী কমিটির টানা চারটি সভায়ও তিনি অনুপস্থিত ছিলেন। তার অবস্থান জানতে চেয়ে হকি ফেডারেশন থেকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠির জবাবে নিজের অবস্থান না জানিয়ে উল্টো আইনি নোটিশ পাঠান হকি ফেডারেশনকে।
এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেল গণমাধ্যমকে বলেন, ফেডারেশনের সভাপতির সঙ্গে আমরা পাঁচ সহ-সভাপতি বসেছিলাম। সেখানে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিনি/কালাম