জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়েকদিন ধরেই হালকা জ্বর ছিল। পারিবারিক ডাক্তারের পরামর্শে হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন। এরপর পরিবারের সবার করোনা পজিটিভ এসেছে।
আসলাম বলেন, 'হালকা জ্বর-কাশি ছিল। পারিবারিক ডাক্তারের পরামর্শে তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। পরিবারের সবার (আমার, স্ত্রী, মেয়ে ও শাশুড়ি) পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে খুব একটা সমস্যা অনুভব করছি না। ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, সেটাই অনুসরণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।'
ভিক্টোরিয়া স্পোর্টিংয়ে ১৯৭৭ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করেন আসলাম। এরপর আবাহনীর হয়ে স্বর্ণযুগ পার করেন তিনি। জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশের হয়ে ২৮টি আন্তর্জাতিক গোল করেন তিনি। ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান আসলাম।
বিডি প্রতিদিন/এমআই