আজ ১৯ ডিসেম্বর। ভারতীয় ক্রিকেট সমর্থকরা দিনটিকে অদ্ভুত হিসেবে চিহ্নিত করে রাখতে পারেন। চলতি বছরের আজকের দিনের আগে পর্যন্ত এই ১৯ ডিসেম্বর হয়তো ভারতীয় ক্রিকেটে গৌরবের দিন বলে স্মরণীয় হয়ে ছিল। কিন্তু আজকের পর এই দিন অদ্ভুত হিসেবেই গণ্য হবে।
আর এখন থেকে ১৯ ডিসেম্বর এর কথা উঠলেই অ্যাডিলেড টেস্টের প্রসঙ্গ উঠবে। যে দিনে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ।
মাত্র চার বছরের ব্যবধান। তার মধ্যেই এই দিনটি ভারতীয় ক্রিকেটে ভালো ও খারাপ দু'টি অধ্যায়ের জন্ম দিয়ে গেল। ২০১৬ সালের এই দিনে ভারত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোর দাঁড় করিয়েছিল। কিন্তু ২০২০ সালের এই দিনে ভারতীয় দলকে লজ্জার সাগরে ডুবতে হল। আর এই লজ্জার পরিসংখ্যানের সঙ্গে নাম জুড়ে গেল বিরাট কোহলির। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। সেবার ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৩-০ লিড নিয়ে ফেলেছিল। শেষ ম্যাচ ছিল চেন্নাইতে। অ্যালিস্টার কুক টস জেতেন। এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৪৭৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ব্যাট করতে নামেন ভারতীয় ব্যাটসম্যানরা। ১৯৯ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। কিন্তু আরো বড় কিছু অপেক্ষা করছিল। ৩৮১ বল খেলে ৩০৩ রানের ইনিংস গড়েন করুণ নায়ার।
ভারতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির মালিকদের তালিকায় করুণ নায়ার তিন নম্বরে রয়েছেন। ২০১৬ সালের ওই ম্যাচে ৭ উইকেটে ৭৫৯ রানের বিরাট স্কোর দাঁড় করিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মাত্র ২০৭ রানে গুটিয়ে গিয়েছিল। ৭৫ রান ও ইনিংসে ম্যাচ জিতেছিল ভারতীয় দল। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছিলেন বিরাট কোহলি। আর ভাগ্যের ফের দেখুন! মাত্র চার বছর বাদে সেই কোহলিই এখন ৩৬ রানে গুটিয়ে যাওয়া দলের ক্যাপ্টেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন