সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করেন তিনি।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। বিমানবন্দরে সাকিবের সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিক কথা বলেন। কিন্তু কোনোভাবেই তিনি বলতে চাইলেন না যে, দেশে কবে ফিরবেন। সাকিব শুধু বলেন, ‘দেখা যাক।’
কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠার আগে দেশের ক্রিকেটের জন্য শুভ কামনা জানিয়ে সাকিব বলেন, ‘খেলতে পারলে ভালো লাগতো। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভ কামনা।’
বোর্ড থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন সাকিব। তাই তাকে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না।
সাকিব ও শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ