শিরোনাম
২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪১

রোনালদোকে কেনা জুভেন্টাসের ভুল সিদ্ধান্ত!

অনলাইন ডেস্ক

রোনালদোকে কেনা জুভেন্টাসের ভুল সিদ্ধান্ত!

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি তুরিনে নিয়ে আসার লক্ষ্যে বড় অঙ্কের টাকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। আর এতেই জুভেন্টাসের ভুল দেখছেন ইতালির সাবেক ফরোয়ার্ড অ্যান্টেনিও ক্যাসানো।

রোম ভিত্তিক জাতীয় ক্রীড়া দৈনিকে ক্যাসানো বলেন ‘জুভেন্টাস রোনালোদোকে দলে নিয়ে আসে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ের জন্য। কিন্তু তার সময়ে আগের তুলনায় জুভেন্টাস আরও বেশি খারাপ করছে। তাকে ছাড়াই সিরি আ জিততে পারে জুভেন্টাস, এটা ভুল সিদ্ধান্ত।’

২০১৮ সালে ওল্ড লেডিদের হয়ে খেলা শুরু করেন রোনালদো। সিআরসেভেন দলে যোগ দেওয়ার পর থেকে টানা দুটি সিরিআ ট্রফি জেতে জুভেন্টাস। ২০১৯ সালে রোনালদো নির্বাচিত হন সিরিআ ম্যান অব দ্য প্লেয়ার।

তবে চ্যাম্পিয়নস লিগে ফলাফল হতাশ জনক। গত দুই আসরে শেষ ষোলো থেকে বাদ পড়তে হয়েছে। এবারও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর