দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এখন পর্যন্ত টুর্নামেন্টের দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বৃহস্পতিবার শেষ হয়েছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। তবে তৃতীয় রাউন্ড কবে শুরু হবে তা পরে জানাবে বিসিবি।
গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বিরতিটা লম্বা করছি। তৃতীয় রাউন্ড কবে শুরু হবে তা পরে সিদ্ধান্ত হবে।’
৫ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ড।
এদিকে, করোনা পরিস্থিতিতে ঘরোয়া লিগ বন্ধ ছিল দীর্ঘদিন। পরে খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। মহামারির ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের মাঝেও টুর্নামেন্ট মাঠে রাখার যথেষ্ট চেষ্টা করেছিল বিসিবি।
কিন্তু এনসিএলের বেশ কয়েকজন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবরে অবশেষে স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে বিসিবি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন