২১ এপ্রিল, ২০২১ ১৮:০৬

সুপার লিগে তোলপাড়: এবার সরে গেল অ্যাটলেটিকো-ইন্টার

অনলাইন ডেস্ক

সুপার লিগে তোলপাড়: এবার সরে গেল অ্যাটলেটিকো-ইন্টার

ফুটবল বিশ্বে সুপার লিগ নিয়ে চলছে তোলপাড়। মাত্র দুই দিন আগেই সুপার লিগের আবির্ভাব। এর মধ্যেই এর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঢেকে গেল।

তীব্র প্রতিবাদের মুখে দুই দিনের মাথায় ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিল ইংলিশ ক্লাবগুলো। এবার স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও সরে গেল।

এমন খবর নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। জুভেন্টাস প্রেসিডেন্ট তথা সুপার লিগের সহ-সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির এই ফরম্যাটের শেষ দেখা মন্তব্যের পরই দু'টি ক্লাব বেরিয়ে গেল। এখন বাকি রইল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস ও এসি মিলান।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর