পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে দ্যুতি ছড়িয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার প্রবীন জয়াবিক্রমে। বয়সে তরুণ হলেও আজ অভিজ্ঞ ক্রিকেটারের মতোই বোলিং করেছেন ২২ বছরের এ তরুণ।
পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে আজ শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫১ রানে অলআউট হয় বাংলােদেশ। যার পিছনে বড় অবদান রেখেছেন জয়াবিক্রমেই। ৯২ রান দিয়ে তিনি একাই নিয়েছেন ৬ উইকেট। তার বোলিং ফিগার ৩৭-৭-৯২-৬ যা শ্রীলঙ্কার হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে সেরা বোলিং।
আজ শনিবার সকালে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ অলআউট হওয়ার পর ফলোঅন চাপিয়ে না দিয়ে ফের ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
বিডি প্রতিদিন/ফারজানা