করোনা আবহে একদিকে হচ্ছে কোপা আমেরিকা। অন্যদিকে ইউরো কাপ। ইতোমধ্যেই কোপা চলাকালীন ব্রাজিলে দৈনিক সংক্রমণ ১ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। যার ফলে কোপার আয়োজন নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। এবার ইউরো কাপকে কেন্দ্র করে ইউরোপে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইতিমধ্যেই একাধিক দেশের সমর্থক করোনার নতুন ডেল্টা স্ট্রেনে আক্রান্ত। তাদের মধ্যে অনেকেই খেলা দেখেছেন দর্শক ভর্তি স্টেডিয়ামে। আর তাতেই সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইউরো কাপ দেখতে এসে করোনার 'ডেল্টা' স্ট্রেনে আক্রান্ত হয়েছেন তিন ডেনমার্ক সমর্থক। বেলজিয়ামের সঙ্গে ম্যাচ দেখতে এসেছিলেন তারা। এরপরই নড়েচড়ে বসেছেন ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বেলজিয়ামের ম্যাচে খেলা দেখতে আসা চার হাজার ডেনমার্ক সমর্থকের কাছে আবেদন জানিয়েছেন দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার। ডেনমার্কে এই মুহূর্তে প্রতিদিন গড়ে ২০০ জন করোনা আক্রান্ত হচ্ছেন।
দেশটির স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী, আরও ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন ডেনমার্কে ইউরোর তিনটে ম্যাচে। আবার রাশিয়া থেকে ইউরো দেখে ফিনল্যান্ড সমর্থকরা দেশে ফিরতেই সেদেশে সংক্রমণ বেড়ে গেছে বলে দাবি সেদেশের স্বাস্থ্য অধিদপ্তরের। ২২ জুন বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ দেখতে ফিনল্যান্ড থেকে ১৫টি বাস রাশিয়া গিয়েছিল। সেই বাসে থাকা বেশির ভাগই করোনা আক্রান্ত। যা ফিনল্যান্ডে সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে।
আবার ইংল্যান্ড শিবিরেও নতুন করে করোনা আতঙ্ক ছড়িয়েছে। ইংল্যান্ডের ট্রেনিং কভার করতে যাওয়া এক সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। এর আগে, ইউরো শুরুর আগেই একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হন। কিন্তু যেভাবে সমর্থকদের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে, সেটাই এখন সবচেয়ে বেশি চিন্তার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত