সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ঘোষিত হল আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি। আবার কবে মুখোমুখি হবে কোহলি ও উইলিয়ামসন?
অতিমারীর জেরে চলতি বছরের শুরুতে বিঘ্ন ঘটলেও আগস্ট থেকে ব্যস্ত ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। ট্রেন্ট ব্রিজে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ আগস্ট। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই আবার স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন ক্রিকেটাররা।
চলতি বছর করোনার জেরে স্থগিত আইপিএল শুরু সেপ্টেম্বরেই। অক্টোবরে সেই টুর্নামেন্টে ইতি ঘটলেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তারপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা।
ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার গিয়ে তিনটি টেস্ট খেলবে ভারত। এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২২ সালের মাঝামাঝি আবার বর্ডার-গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই শেষ হবে কোহলিদের।
২০২১-২০২৩ ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রীড়াসূচি-
১. ভারত-ইংল্যান্ড: ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর (পাঁচটি টেস্ট)
২. ভারত-নিউজিল্যান্ড: (দুইটি টেস্ট) (২০২১)
৩. ভারত-দক্ষিণ আফ্রিকা: (তিনটি টেস্ট) (২০২১-২২)
৪. ভারত-শ্রীলঙ্কা: (তিনটি টেস্ট) (২০২২)
৫. ভারত-বাংলাদেশ: (দুইটি টেস্ট) (২০২২)
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত