সুপার লিগে পরপর চার ম্যাচে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ রাউন্ডে সুপার লিগের জয়ের দেখা পেয়েছে দলটি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি/এল নিয়মে ২৫ রানে হারিয়েছে মোহামেডান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মোহামেডান। নির্ধারিত সময়েই শুরু হয়েছিল খেলা। ২.৩ ওভার হওয়ার পর বৃষ্টি নামায় খেলা এক ঘণ্টা বন্ধ থাকে। পরে খেলা ১৩ ওভারে কমিয়ে আনা হয়। ডি/এল নিয়মে জয়ের জন্য ১৩ ওভারে ১০৭ রানের লক্ষ্য পায় দোলেশ্বর। ১১.৪ ওভারে মাত্র ৮১ রানে থামে দোলেশ্বরের ইনিংস। ৫ উইকেট নিয়েছেন তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়া।
প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম পর্বের ১১ ম্যাচে ৬ জয় নিয়ে সুপার লিগের টিকিট পেয়েছিল মোহামেডান।
বিডি প্রতিদিন/ফারজানা