ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে এবারের আসর সম্পন্ন করল আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছে প্রাইম ব্যাংক।বিশাল জয়ে ডিপিএলের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখল আবাহনী
আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ১৫০ রান। ভালো ব্যাটিং সত্ত্বেও কেউই অবশ্য অর্ধশতকের দেখা পাননি। শান্ত ৪০ বলে ৪৫ রান ও মোসাদ্দেক ৩৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। অন্যান্যদের মধ্যে লিটন দাস ১৩ বলে ১৯, আফিফ হোসেন ধ্রুব ৭ বলে ১২ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ বলে অপরাজিত ২১ রান করেন।
প্রাইম ব্যাংকের পক্ষে ২২ রানের খরচায় ২ উইকেট শিকার করেন রুবেল হোসেন।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান। এতে ৮ রানের জয়ে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর। ডিপিএলে এটি আবাহনীর টানা তৃতীয় শিরোপা।
বিডি প্রতিদিন/আরাফাত