যুক্তরাজ্যে বায়ো-বাবল ভাঙায় শ্রীলঙ্কার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকবেলাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। তাদেরকে ডারহাম থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলবা বলেছেন, ‘বায়ো-বাবল ভাঙায় শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাহী কমিটি কুশল মেন্ডিস, নিরোশান ডিকবেলা ও দানুশকা গুনাথিলাকাকে বহিষ্কার করা হয়েছে। তাদের তাৎক্ষণিকভাবে দেশে ফেরানো হচ্ছে।’
টুইটারের এক ভিডিওতে দলের বায়ো-বাবল ভেঙে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে মেন্ডিস ও ডিকবেলাকে। তবে ওই ভিডিওতে গুনাথিলাকাকে দেখা যায়নি। কিন্তু তিনি তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে। এই ভিডিও প্রকাশের পরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো শ্রীলঙ্কা ক্রিকেট।
মঙ্গলবার (২৯ জুন) থেকে চেস্টার লি স্ট্রিটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ