জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তৃতীয় ওয়ানডেতে আগে বোলিং করছে বাংলাদেশ। টস জিতে তামিম ইকবাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুই ওপেনার রেগিস চাকাবা ও তাদিওয়ানাশে মারুমানি সাবধানী ব্যাটিং শুরু করলেও বড় পার্টনারশিপ গড়তে পারেননি।
নবম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন তামিম। এর আগে তাসকিন ও সাইফ উদ্দিনকে দিয়ে বোলিং শুরু করেছিলেন। এরপর মুস্তাফিজ ও মাহমুদউল্লাহকেও নিয়ে এসেছেন। কিন্তু কেউ ব্রেক থ্রু দিতে পারেননি। সাকিব প্রথম ওভারেই সেই কাজটা করলেন। তার বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ৮ রান করা তাদিওয়ানাশে মারুমানি।
বাংলাদেশের একাদশে আজ দুই পরিবর্তন এসেছে। শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। মেহেদী হাসান মিরাজ হাতের চোটে বিশ্রাম পেয়েছেন। তার পরিবর্তে সোহানকে নেওয়া হয়েছে। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ওয়ানডেতে গোড়ালির চোটে খেলতে পারেননি মুস্তাফিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ