‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যাদের কাছে ফিরে যাবেন সাকিব আল হাসান।’ রবিবার সন্ধ্যার পর থেকেই ফেসবুকে এমন গুজব ওঠে।
এ নিয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু উষ্মা প্রকাশ করেছেন। অনেকটা রাগত স্বরেই তিনি গণমাধ্যমকে বলেন, ‘এসব খবর আপনারা পান কোথায়? একটি সিরিজ চলাকলীন কেউ দল ছেড়ে যেতে পারে নাকি?’
তিনি বলেন, যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ শেষে অন্তত দুই সপ্তাহের মত বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ দল, এ সময়ের মধ্যে সাকিব চাইলে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যেতেও পারেন। এটা তার ইচ্ছা। হয়েতো বা যাবেও।
সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এটা তো আর ঢাকা প্রিমিয়ার লিগ না যে, মাঝপথেই সাকিব চলে যাবে। সিরিজ চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজ শেষ হওয়ার পর সে হয়তো যুক্তরাষ্ট্র যাবে। তবে, আমার জানামতে সিরিজ শেষ হওয়ার দুই তিনদিন পর যাবে। তার আগে নয়।
উল্লেখ্য, সিরিজের প্রথম তিন খেলায় জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। চতুর্থ খেলায় জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ