২৮ জানুয়ারি, ২০২২ ১০:৪৭

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের দলে বড় চমক

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের দলে বড় চমক

ফাইল ছবি

ফিটনেস পরীক্ষায় পাস করে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফিরছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সাদা বলের ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে হিটম্যানের। 

ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে বেশ কয়েকটা চমক রয়েছে। প্রত্যাশিতভাবেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরলেন রোহিত শর্মা। দুই ফরম্যাটেই অধিনায়ক তিনি। সহ-অধিনায়ক কেএল রাহুল। একদিনের এবং টি-২০ সিরিজ খেলবেন বিরাট কোহলি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যাশপ্রীত বুমরা এবং মোহম্মদ শামিকে। সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিনও। 

তবে দল ঘোষণায় সবচেয়ে বড় চমক কুলদীপ যাদবের ভারতীয় দলে প্রত্যাবর্তন এবং রবি বিষ্ণুইয়ের সুযোগ পাওয়া। চাহাল সাম্প্রতিক কালে দলে জায়গা পেলেও কুলদীপ সুযোগ পাচ্ছিলেন না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও বেশি খেলতে দেখা যায়নি তাকে। কিন্তু কামব্যাকের সুযোগ দেওয়া হল চায়নাম্যানকে। অন্যদিকে, একদিনের এবং টি-২০ সিরিজে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণুই। সম্প্রতি আইপিএলে তাকে বিশাল মূল্য দিয়ে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবার দুই ফরম্যাটেই সুযোগ পেলেন তিনি। 

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি রোহিত। সাত সপ্তাহ রিহ্যাবে থাকার পর গত বুধবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাস করেন। এরপরই তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করা হয়। দুই ফরম্যাটেই দল থেকে বাদ পড়েছেন অশ্বিন। দক্ষিণ আফ্রিকায় সুযোগ পেলেও প্রত্যাশিত রেজাল্ট আসেনি। তাই সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের দরজা কার্যত বন্ধ হয়ে গেল তার। 

একটানা ক্রিকেট খেলার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহ এবং শামিকে।একদিনের সিরিজে দল থেকে বাদ পড়েছেন ভেঙ্কটেশ আইয়ার। যদিও টি-২০ সিরিজে আছেন তিনি। কুলদীপকে ফেরানো হলেও ভাবা হয়নি রোহিত চাহার, বরুণ চক্রবর্তীদের নাম। এদিকে দলে আরও একটা চমক একদিনের সিরিজে দীপক হুডার সুযোগ পাওয়া।

ওয়ানডে দল-

রোহিত (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), ঋতুরাজ, ধাওয়ান, কোহলি, সুর্যকুমার, শ্রেয়স, দীপক হুডা, পন্থ, দীপক চাহার, শার্দূল, চাহাল, কুলদীপ, ওয়াশিংটন, বিষ্ণোই, সিরাজ, প্রসিদ্ধ, আবেশ। 

টি-২০ দল-

রোহিত (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), ঈশান কিষান, কোহলি, শ্রেয়স, সুর্যকুমার, পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল, বিষ্ণোই, অক্ষর, চাহাল, ওয়াশিংটন, সিরাজ, ভুবনেশ্বর, আবেশ, হর্ষল প্যাটেল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর