মাঠে ফিরেই গোল করলেন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। গতকাল তার ফেরার ম্যাচে অবশ্য ডেনমার্ক ৪-২ গোলে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। তবে এরিকসেনের ফেরাটাকেই উদযাপন করেছেন সতীর্থরা।
গত বছর ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। মাঠেই চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় হাসপাতালে। এরিকসেনের শরীরে বসানো হয় ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর।
পরবর্তীতে সুস্থ হয়ে অনুশীলন শুরু করেন এরিকসেন। গত আগস্টে তার আগের ক্লাব ইন্টার মিলানেও ফেরেন তিনি। কিন্তু ইতালিয়ান ফুটবলের নিয়মানুযায়ী শরীরে ইলেকট্রনিক ডিভাইস থাকায় সেখানে আর খেলতে পারেননি।
দেশের হয়ে ১১০ নম্বর ম্যাচ খেলতে নামা এরিকসেন মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করেন আন্দ্রেয়াস স্কোভ ওলসেনের পাস থেকে। ম্যাচের পরে তিনি বলে যান, ‘‘গোলের জন্য বলটা পেয়ে কী যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারব না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ