আইপিএলে কেবল দল পাল্টাননি, পাল্টে গেছে তার ভূমিকাও। এবার খালি বলের ঘূর্ণিতে ব্যাটারদের ঘায়েল করলেই হচ্ছে না আফগান স্পিনার রশিদ খানের। তার কাঁধে পড়েছে আরও বড় ভার। দলের চারদিকটাও নজর রাখতে হবে রশিদের। এবার তাকে সহ অধিনায়ক করেছে নবাগত ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়েই রশিদদের আইপিএল অভিযান শুরু। হার্দিকের পান্ডিয়ার অধিনায়কত্বে খেলছে গুজরাট। রবিবারই তাকে সহায়তা করার ভার পড়ে রশিদের কাঁধে।
গুজরাট টাইটান্স অফিশিয়াল টুইটার থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লেখা হয়েছে, 'রশিদ ভাই আমাদের সহ-অধিনায়ক।'
বিডি প্রতিদিন/নাজমুল