ওয়ানডেতে সেঞ্চুরিয়নে রূপকথার লিখেছে বাংলাদেশ। আর সেই জয়ে সমানতালে পা মিলিয়েছে পেসাররা। তাসকিন-শরীফুলদের দাপটে সাউথ আফ্রিকানরা রীতিমতো খাবি খেয়েছে।
শেষ ওয়ানডেতে তো তাসকিন তোপেই ১৫৪ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। বাউন্স, সুইয়ং আর গতি; এই তিনের সমন্বয়ে সেদিন তাসকিন বাভুমার দলকে রীতিমতো বাংলাদেশি পেস ব্রান্ড শিখিয়েছেন নতুন করে। বুঝিয়েছেন বাংলাদেশ আর কেবল স্পিনারদের দেশ নয়; বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই করার মতো পেস ব্যাটারি এখন টাইগারদেরও আছে।
পেসারদের চোখে দেখা সেই আগুন মুগ্ধ করেছে সদ্য দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়া অ্যালান ডোনাল্ডকে। ওয়ানডে কাঁপানো বাংলাদেশ এখন সাউথ আফ্রিকার মাটিতেই সাদা পোশাকে প্রোটিয়াদের হারাতে চাইছে। ডরবানে আজ সোমবার ডোনাল্ড তাই বললেন, ‘সাউথ আফ্রিকার মাটিতে তাদের সেরা দলকে হারানোই বলে দেয়, পেসারদের মানসিকতা কেমন। এই অর্জনও যে সম্ভব, সেটা ওরা প্রমাণ করেছে। নিউজিল্যান্ডেও বাংলাদেশের পেসাররা নিজেদের প্রমাণ করেছে। খুব সম্ভাবনা আছে সাউথ আফ্রিকাকেও তাদের মাটিতে হারাবে বাংলাদেশ।’
ডোনাল্ড অবাক হয়ে আরও বলেছেন, ‘আমি অবাক হয়েছি বাংলাদেশি পেসারদের কাছ থেকে দেখে। ওদের চেষ্টা ভালো লাগছে। ওরা খেলাটাকে কীভাবে খেলতে চায়, এটা দেখে ভালো লাগছে। আর ওরা সবাই খুবই ভালো শ্রোতা। ওরা এখানকার কন্ডিশনের সুবিধাটা ভালোভাবেই নিতে পেরেছে।’
টাইগারদের গর্জন আর আগ্রাসী মনোভাবকেও স্বাগত জানিয়ে পেস বোলিং কোচ বলেছেন, ‘ওয়ানডেতে খুব আগ্রাসী মেজাজে থেকে ভালো বোলিং করেছে। পরিকল্পনাগুলোও খুব ভালোভাবে মেনেছে।’
বিডি প্রতিদিন/নাজমুল