লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, ইভিন লুইস কিংবা মনীষ পাণ্ডে কেউই সুবিধা করতে পারেননি। টপ অর্ডারের সর্বোচ্চ রান ১০। পাঁচ নাম্বারে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন দীপক হুদা আর আয়ুষ বাদুনি।
৪১ বলে ৫৫ রান করে ফেরেন দীপক। সমান সংখ্যক বলে ৫৪ রান করেছেন আয়ুষ। তাদের লড়াকু ব্যাটে নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে লখনৌ সুপার জায়ান্ট।
আইপিএল ২০২২ সিজনের চতুর্থ ম্যাচে গুজরাটের হয়ে শেষ দিকে ১৩ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্রুনাল পান্ডে। সবমিলিয়ে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে পেরেছে আইপিএলের নবাগত দলটি।
আরেক নবাগত দল গুজরাট টাইটান্স প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। রশীদ খান আর মোহাম্মদ শামীরা বল হাতে কম রানে লখনৌকে বেধে ফেলতে সক্ষম হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল